হোম > সারা দেশ > শরীয়তপুর

চুরি করা মোটরসাইকেলসহ যুবক আটক

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় চুরি করা মোটরসাইকেলসহ মো. সিয়াম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাতমাটিয়া এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃত সিয়ামের বিরুদ্ধে গোসাইরহাট থানায় মামলা দায়েরের পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আটক মো. সিয়াম বরিশালের বালিয়াতলী এলাকার শাহেন শরিফের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। 

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বিকেলে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে আল মাসুদের বাড়ির সামনে থেকে তাঁর পালসার মোটরসাইকেলটির তালা ভেঙে চুরি হয়ে যায়। পরে থানায় জিডি করাসহ মোটরসাইকেল চুরির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন তিনি। রোববার সকালে সাতমাটিয়া এলাকায় অটোরিকশাচালক সিয়ামের কাছে পালসার মোটরসাইকেল দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। সিয়াম বরিশালের মাদ্রাসা বাজার এলাকা থেকে একজন যাত্রীসহ গোসাইরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয়রা তাকে আটকে রাখে এবং এর মধ্যেই ফেসবুকে পোস্টদাতা মোটরসাইকেলের মালিক আল মাসুদকে খবর দেয়। খবর শুনে আল মাসুদ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁর মোটরসাইকেল শনাক্ত করে। পরে সিয়ামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

মোটরসাইকেলটির মালিক আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো চাবি দিয়ে আমার মোটরসাইকেলটির তালা খুলে চুরি করা হয়। পরে গাড়ির নম্বর প্লেট ও লুকিং গ্লাস খুলে ফেলে চোর। স্থানীয়রা আটক চোরকে আটক করে আমাকে খবর দিলে গিয়ে আমার গাড়ি শনাক্ত করি।’ 

এ বিষয়ে গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃত সিয়ামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির