হোম > সারা দেশ > শরীয়তপুর

চুরি করা মোটরসাইকেলসহ যুবক আটক

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় চুরি করা মোটরসাইকেলসহ মো. সিয়াম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাতমাটিয়া এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃত সিয়ামের বিরুদ্ধে গোসাইরহাট থানায় মামলা দায়েরের পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আটক মো. সিয়াম বরিশালের বালিয়াতলী এলাকার শাহেন শরিফের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। 

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বিকেলে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে আল মাসুদের বাড়ির সামনে থেকে তাঁর পালসার মোটরসাইকেলটির তালা ভেঙে চুরি হয়ে যায়। পরে থানায় জিডি করাসহ মোটরসাইকেল চুরির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন তিনি। রোববার সকালে সাতমাটিয়া এলাকায় অটোরিকশাচালক সিয়ামের কাছে পালসার মোটরসাইকেল দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। সিয়াম বরিশালের মাদ্রাসা বাজার এলাকা থেকে একজন যাত্রীসহ গোসাইরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয়রা তাকে আটকে রাখে এবং এর মধ্যেই ফেসবুকে পোস্টদাতা মোটরসাইকেলের মালিক আল মাসুদকে খবর দেয়। খবর শুনে আল মাসুদ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁর মোটরসাইকেল শনাক্ত করে। পরে সিয়ামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

মোটরসাইকেলটির মালিক আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো চাবি দিয়ে আমার মোটরসাইকেলটির তালা খুলে চুরি করা হয়। পরে গাড়ির নম্বর প্লেট ও লুকিং গ্লাস খুলে ফেলে চোর। স্থানীয়রা আটক চোরকে আটক করে আমাকে খবর দিলে গিয়ে আমার গাড়ি শনাক্ত করি।’ 

এ বিষয়ে গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃত সিয়ামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ