হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে যাত্রীর ব্যাগ তল্লাশির নামে চকলেট খেয়ে ফেলায় ৩ কর্মকর্তা বরখাস্ত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস।

বরখাস্ত কর্মকর্তারা হলেন—মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউসের সদর দপ্তরে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম স্বাক্ষরিত আদেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করেন ওই কর্মকর্তারা। তাঁরা ওই যাত্রীর ব্যাগ খুলে অযথা হয়রানি করেন। ব্যাগ খুলে কয়েক জন চকলেট বের করে নেন এবং কয়েকজন সেই চকলেট খান। বিষয়টি দেখে অন্য এক যাত্রী পরে ফেসবুকে স্ট্যাটাস দেন।

যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নজরে আনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে প্রত্যাহার করে হাউসের সদর দপ্তরে সংযুক্ত করেন।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ