হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা, ‘শয়তানের নিশ্বাস’ মাদকসহ ২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মামুন হত্যার ঘটনা তদন্তে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিশ্বাস নামক মাদক ও পটাশিয়াম সায়ানাইড উদ্ধার করা হয়। 

আজ রোববার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২২ আগস্ট নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্লাহ আল মামুন বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। এর এক দিন পর ২৩ আগস্ট ভোরে রূপগঞ্জের পূর্বাচল এলাকায় ২০ নম্বর সেক্টর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার নারায়ণপুর গ্রামের বাসিন্দা শাকিল আহমেদ এবং বরিশালের বাবুগঞ্জ থানার ইদিলিকাঠি গ্রামের রাকিব।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মামুন আসামিদের কাছ থেকে শয়তানের নিশ্বাস নামক মাদক ক্রয় করতেন। তবে ওই মাদকের কারণে শিক্ষকের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ 

পুলিশ সুপার বলেন, ‘আমরা শাকিল আহমেদকে চাঁদপুর থেকে ও রাকিবকে টিকাটুলি থেকে গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে ১০ গ্রাম স্কোপোলামিন (ডেভিলস ব্রেথ), দুই লিটার পটাশিয়াম সায়ানাইড, আড়াই লিটার ক্লোরফর্ম, ছয়টি মোবাইল, একটি ল্যাপটপ ও একটি খাতা উদ্ধার করা হয়।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘মূলত স্কোপোলামিন শয়তানের নিশ্বাস নামে পরিচিত। যা দিয়ে দ্রুত সময়ে মানুষকে অল্প সময়ের জন্য বশীভূত করে সর্বস্ব কেড়ে নেওয়া যায়। আসামিরা প্রাথমিকভাবে জানিয়েছে, তারা ঢাকা থেকে এসব ক্রয় করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট