হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বাসচাপায় পথচারী দুই নারী নিহত, চালক আটক 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বাসচাপায় মিনারা আক্তার (৫৫) ও মনি (৩৬) নামের দুই পথচারী নারী নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানার উত্তরা ১ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দের পাশাপাশি বাসের চালক শাহিনকে (৩৪) আটক করেছে পুলিশ। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মিনারা আক্তার মারা যান। গুরুতর আহত অবস্থায় মনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে মনি শেরপুরের ত্রিশাল উপজেলার বাগহাটা গ্রামের মৃত বাদশার স্ত্রী এবং মিনারা আক্তার রাজধানীর দক্ষিণখানের বিধুরবাড়ির মৃত আ. হাকিমের স্ত্রী।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় ঢাকা থেকে থেকে ছেড়ে যাওয়া আব্দুল্লাহপুরগামী একটি বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী মৃত্যুবরণ করেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও মারা যান।’

পরিদর্শক (তদন্ত) আসলাম আরও বলেন, এ ঘটনায় বিনিময় পরিবহনের বাসটি জব্দের পাশাপাশি বাসচালক শাহীনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার