হোম > সারা দেশ > ঢাকা

শ্বশুর-জামাই মিলে অন্যের জমি দখলের অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

সংবাদ সম্মেলন করেন মোহাম্মাদ আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আমিন বাজার এলাকায় জামাই-শশুর মিলে অন্যের জমি দখলের অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মাদ আমিনুল ইসলাম নামে স্থানীয় এক ভুক্তভোগী। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে আমিনুল বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাভার আমিন বাজার ইউনিয়ন শাখার সহসভাপতি দেলোয়ার হোসেন ডালি ও তার জামাই বাহাউদ্দিন বাহার, বর্তমান স্থানীয় বিএনপির ওয়ার্ড নেতা পরিচয়ে আমার ১২.৫০ শতাংশ জমি দখল করে তাতে নির্মাণ কাজ করছে।

আমার স্ত্রী, আমার বড় ভাইয়ের পৈত্রিক ও ক্রয় সূত্রে এই জমি। দীর্ঘদিন যাবত আনোয়ার হোসেনের সঙ্গে মামলা চলমান অবস্থায়, বাহা উদ্দিন বাহার জমি ক্রয় করেন। তারপরেই জোর জবরদস্তি করি জমি দখল করার চেষ্টা করেন। তারা সম্পর্কে শুশুর–জামাই।

আমিনুল আরও বলেন, যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের নাম ভেঙে তারা শশুর–জামাই এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাইয়ে জমি দখল করেন। এ ছাড়া এলাকায় সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও নানা হয়রানি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বলেও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা