রাজধানীর হাজারীবাগের মিতালী রোডে নিজ বাসায় সোহানা তুলি নামে একজন সাবেক গণমাধ্যমকর্মী আত্মহত্যা করেছেন। আজ বুধবার বিকেলে তাঁর মৃতদেহ উদ্ধার করে হাজারীবাগ থানা-পুলিশ। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান।
মো. মোক্তারুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা তাঁর বাসায় এসেছি। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর বাসায় যারা আছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করছি।’
ওসি বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আরও বিস্তারিত জানাতে পারব।’
জানা গেছে, সোহানা অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনে কাজ করতেন। সর্বশেষ তিনি নিজের ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছিলেন। তাঁর গ্রামের বাড়ি যশোর।