হোম > সারা দেশ > ঢাকা

সালমান ও আনিসুলের ৭ দিনের রিমান্ড চাইবে ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে তোলা হবে। সেখানে তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে। 

ডিবি কার্যালয়ে নিযুক্ত এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এখান থেকে দুপুরের দিকে তাঁদের আদালতে তোলা হবে। 

তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান এ কর্মকর্তা। 

এদিকে তাঁদের দুজনকে দেখতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতার ভিড় দেখা গেছে। 

গতকাল মঙ্গলবার নৌপথে বুড়িগঙ্গা দিয়ে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাজধানীর সায়েন্স ল্যাবে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহত হন। তাঁদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী, অন্যজন নিউমার্কেট এলাকার হকার শাহজাহান। এ ঘটনায় নিউমার্কেট থানায় পুলিশের করা হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, সায়েন্স ল্যাবের ওই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক ইন্ধনদাতা ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল তাঁদের সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন বুড়িগঙ্গা দিয়ে নৌপথে পালিয়ে যাচ্ছিলেন।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা