হোম > সারা দেশ > ঢাকা

সালমান ও আনিসুলের ৭ দিনের রিমান্ড চাইবে ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে তোলা হবে। সেখানে তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে। 

ডিবি কার্যালয়ে নিযুক্ত এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এখান থেকে দুপুরের দিকে তাঁদের আদালতে তোলা হবে। 

তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান এ কর্মকর্তা। 

এদিকে তাঁদের দুজনকে দেখতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতার ভিড় দেখা গেছে। 

গতকাল মঙ্গলবার নৌপথে বুড়িগঙ্গা দিয়ে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাজধানীর সায়েন্স ল্যাবে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহত হন। তাঁদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী, অন্যজন নিউমার্কেট এলাকার হকার শাহজাহান। এ ঘটনায় নিউমার্কেট থানায় পুলিশের করা হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, সায়েন্স ল্যাবের ওই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক ইন্ধনদাতা ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল তাঁদের সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন বুড়িগঙ্গা দিয়ে নৌপথে পালিয়ে যাচ্ছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির