হোম > সারা দেশ > রাজবাড়ী

ঢাকা থেকে চুরি হওয়া দেড় মাসের শিশু রাজবাড়ীতে উদ্ধার, নারী আটক

রাজবাড়ী প্রতিনিধি

শিশুসহ আটক হওয়া নারী। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় দেড় মাস বয়সী শিশুসহ হালিমা আক্তার (২০) নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল সোমবার বিকেলে পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়।

আটক হালিমা আক্তার উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে শিশুসহ ওই নারী ঘোরাঘুরি করছিলেন। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল। ওই নারীর সঙ্গে কথা বলে সন্দেহ হলে স্থানীয়রা তাঁকে পাংশা থানায় সোপর্দ করে।

ওসি সালাউদ্দিন আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকার একটি বস্তিতে থাকেন বলে জানিয়েছেন। ওই নারী বলেন, তাঁর স্বামী এনামুল শিশুটি তাঁকে দিয়েছেন। শিশুটি নিয়ে তিনি ট্রেনে করে পাংশায় চলে আসেন। তবে শিশুটি কোথা থেকে এনেছেন, তা জানা যাননি। ওই নারীর স্বামীকে আটকসহ শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বর্তমানে শিশুটি উপজেলা সমাজসেবা অধিদপ্তরে রয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ