হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে রোগী দেখে বেরিয়ে প্রাইভেট কারের চাপায় ব্যবসায়ী নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় হাসপাতালে রোগী দেখে রাস্তায় বেরিয়ে প্রাইভেট কারের চাপায় মুহাম্মদ দেলোয়ার হোসেন (৪৮) নামের এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন।

উত্তরার ৯ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তাঁকে প্রথমে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই ব্যবসায়ী ফকির ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানে গার্মেন্টস ব্যবসা করতেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়। বর্তমানে তিনি দক্ষিণখানের গণকবরস্থান রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন।

এ বিষয়ে নিহত ব্যক্তির স্ত্রী মাহফুজা আক্তার বলেন, ‘আমার স্বামীর অফিসের এক স্টাফের মা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। পরে হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় আসার পর একটি বেপরোয়াগামী প্রাইভেট কার তাঁকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার এসআই হাসিব আল মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাইভেট কারের চাপায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৪৩-২১৫২) আটক করা হয়েছে। কিন্তু ঘাতক চালক পালিয়েছে। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এসআই হাসিব বলেন, ‘এ ঘটনায় ঘাতক প্রাইভেট কারের চালক মো. হাসানকে (৪৫) আসামি করে নিহত ব্যক্তির স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ