হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জের গৃহবধূ জাকিয়া হত্যা মামলার রায় পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোপালগঞ্জের বেদগ্রামের গৃহবধূ জাকিয়া মল্লিক হত্যা মামলার রায় পিছিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন অসুস্থ থাকায় রায়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়। গত ১৩ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছিল।

ঘটনার বিবরণে জানা যায়, ২০০৫ সালে জাকিয়া বেগমের সঙ্গে মোর্শেদায়ান নিশানের বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর নিশান জাকিয়ার বোনের কাছে যৌতুক দাবি করেন। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। এর ধারবাহিকতায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে জাকিয়া বেগমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় জাকিয়ার বাবা গোপালগঞ্জের ব্যবসায়ী জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মোর্শেদায়ান নিশানকে প্রধান আসামি করে মামলা করেন। এ ছাড়া এহসান সুজন, আনিচুর ও হাসান শেখকে মামলাটিতে আসামি করা হয়।

মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৯ জুন পুলিশ এই চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর চাঞ্চল্যকর হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়।

এই মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে মোট ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা