হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ ২ জন নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় বিদ্যুৎচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও অন্তত পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের শফিউদ্দিনের ছেলে অটোরিকশাচালক তোফাজ্জল হোসেন (৩৫) ও গোড়াই ইউনিয়নের দেওহাটা বাকালীপাড়ার রতন বাকালীর ছেলে সুশান্ত বাকালী (৩৩)। সুশান্ত বাকালী গোড়াই কমফিট কম্পোজিট নিট কারখানায় কাজ করতেন।

অহত ব্যক্তিরা হলেন দিঘলিয়া গ্রামের শওকত হোসেন (৪৫), তাঁর স্ত্রী লাকি বেগম (৩৫) ও ৯ বছরের মেয়ে মরিয়ম আক্তার এবং বগুড়ার সারিয়াকান্দি এলাকার আমিনুল ইসলাম (৩২)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত দুজনকে জেলার কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত একজনের পরিচয় পাওয়া যায়নি।

শিশু মরিয়ম ছাড়া সবাই গোড়াই এলাকার কমফিট কম্পোজিট নিট কারখানায় কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে কারখানায় কাজ শেষে বিদ্যুৎচালিত অটোরিকশাযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। গোড়াই নাজিরপাড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা মাটিভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই অটোচালক তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে সুশান্ত বাকালীর মৃত্যু হয়। আহত পাঁচজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত শওকত হোসেন, তাঁর স্ত্রী ও মেয়েকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন মারা গেছেন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। দুজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু