হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্ট বারে সভাপতি পদ নিয়ে আ.লীগ–বিএনপি মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : সুপ্রিম কোর্ট বারের শূন্য পদে সভাপতি নির্বাচনের জন্য বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছিল। সভা থেকে নতুন সভাপতি হিসেবে এম আমিন উদ্দিনের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। বিএনপি সমর্থিত আইনজীবীরা এটাকে প্রত্যাখ্যান করেছেন। এ নিয়ে সভায় তুমুল বাকবিতণ্ডা হয়।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপি সমর্থক আইনজীবী ও বারের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, সভা করার মতো পরিবেশ-পরিস্থিতি না থাকায় বিশেষ সাধারণ সভা মুলতবি করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিশেষ সাধারণ সভায় কণ্ঠভোটে সাবেক সভাপতি এম আমিন উদ্দিন ফের সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আজকে বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমাকে যদি আবারও সভাপতি নির্বাচিত করা হয়, আমি বিগত দুই বছরের মতো বারের উন্নয়ন কাজ করে যাব।’

গত মার্চে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ভোটে সমিতির সভাপতি নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ১৪ এপ্রিল মারা যান।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন