হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্ট বারে সভাপতি পদ নিয়ে আ.লীগ–বিএনপি মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : সুপ্রিম কোর্ট বারের শূন্য পদে সভাপতি নির্বাচনের জন্য বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছিল। সভা থেকে নতুন সভাপতি হিসেবে এম আমিন উদ্দিনের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। বিএনপি সমর্থিত আইনজীবীরা এটাকে প্রত্যাখ্যান করেছেন। এ নিয়ে সভায় তুমুল বাকবিতণ্ডা হয়।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপি সমর্থক আইনজীবী ও বারের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, সভা করার মতো পরিবেশ-পরিস্থিতি না থাকায় বিশেষ সাধারণ সভা মুলতবি করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিশেষ সাধারণ সভায় কণ্ঠভোটে সাবেক সভাপতি এম আমিন উদ্দিন ফের সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আজকে বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমাকে যদি আবারও সভাপতি নির্বাচিত করা হয়, আমি বিগত দুই বছরের মতো বারের উন্নয়ন কাজ করে যাব।’

গত মার্চে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ভোটে সমিতির সভাপতি নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ১৪ এপ্রিল মারা যান।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ