হোম > সারা দেশ > ঢাকা

আশ্রয়ণের ঘর নির্মাণে দুর্নীতির বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবিতে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। মানববন্ধনে দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু বিচারসহ ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। 

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে নেতারা আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু বিচার, নির্দলীয় স্থানীয় সরকার ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, প্রত্যেক জেলার খাসজমি বণ্টন কমিটিতে ভূমিহীনদের প্রতিনিধিত্ব রাখা, প্রত্যেক জেলায় কল-কারখানা গড়ে তুলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ও জাতপাতের নামে শ্রেণি বৈষম্য দূর করে মেহনতি জনতাকে বিভক্তিকরণ নীতি বন্ধ করার দাবি জানান। 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প নেওয়ায় ভূমিহীনরা খুশি হয়েছিল। প্রয়োজনের তুলনায় ঘরের সংখ্যা কম হলেও কয়েক জেলায় এই ঘর ভূমিহীনদের দেওয়া হয়েছে। অনেক জায়গায় প্রকৃত ভূমিহীনরা ঘর না পেয়ে প্রভাবশালীরা ঘর পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। কিন্তু অনেকেই এখন আশ্রয়ণের ঘরে থাকতে ভয় পাচ্ছেন। জীবন রক্ষার আশ্রয়স্থল, এখন জীবননাশের হুমকি হিসেবে দেখা দিয়েছে। 

বক্তারা আরও বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও বরাদ্দের সিংহভাগ দুর্নীতির মাধ্যমে লুটপাট করার অভিযোগ উঠেছে। আবার মাননীয় প্রধানমন্ত্রী দাবি করেছেন হাতুড়ি-শাবল দিয়ে দুর্বৃত্তরা ঘর ভেঙেছেন। আমরা দুর্নীতিবাজ ও দুর্বৃত্ত সকলের পরিচয় জাতির কাছে প্রকাশের দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন, কেন্দ্রীয় সভাপতি সাইদুল রহমান লুৎফর, সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক স্বপন ভূঁইয়াসহ সংগঠনটির বিভিন্ন জেলা পর্যায়ের নেতা। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ