হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বদ্ধঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের কোনাবাড়ীতে বদ্ধঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ আজ শনিবার কোনাবাড়ীর বাইমাইল এলাকা থেকে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে কলহের কারণে দু-এক দিন আগে কুপিয়ে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূর নাম মৌ আক্তার বৃষ্টি (২৩)। তিনি সিরাজগঞ্জ জেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। স্বামীর নাম সোহাগ হোসেন (২৫)। তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল মধ্যপাড়া কাদের মার্কেট এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বৃষ্টি সিরাজগঞ্জ সরকারি কলেজে দ্বিতীয় বর্ষ সম্মান শ্রেণিতে পড়াশোনা করছিলেন, আর স্বামী সোহাগ হোসেন কোনাবাড়ী এলাকায় ব্র্যাক এনজিওতে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বাড়ির মালিকের ছেলে রাসেল জানান, শনিবার সকাল থেকে তাঁদের রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করলেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের মেঝেতে গৃহবধূর লাশ এবং ঘরের ফ্যানের সঙ্গে স্বামী সোহাগের গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ পাওয়া যায়।

উপপুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।

রিয়াজ উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে প্রথমে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়, পরে স্বামী নিজেই আত্মহত্যা করেন। মরদেহ দেখে মনে হয়, ঘটনাটি এক দিন আগে ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির