হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নির্বাচনে চলাচল করতে লাগবে পরিচয়পত্র

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের দিন বহিরাগত প্রবেশ ঠেকাতে ১৬ জানুয়ারি সবাইকে জাতীয় পরিচয়পত্র নিয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন জেলা পুলিশ সুপার। ১৮ বছরের ওপরের সব নাগরিকের প্রতি এই অনুরোধ করেন তিনি। 

আজ শনিবার নির্বাচনের সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

পুলিশ সুপার বলেন, ‘আমরা আগামীকাল সিটিতে কোনো বহিরাগত প্রবেশ করতে দেব না। প্রতিটি প্রবেশপথে আমাদের মোবাইল টিম ও চেকপোস্ট থাকবে। শহরের ভেতরে যাঁরা বের হবেন, তাঁরা অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন। আমরা নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে ৫ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করেছি।’ 

জায়েদুল আলম বলেন, ‘যদি কেউ নির্বাচনের আমেজ নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। কোনো ধরনের ছাড় আমরা দেব না। কাউকে কোনো ধরনের অরাজকতা করার সুযোগ দেব না। পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং থাকবে। কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।’ 

প্রার্থীদের অভিযোগের বিষয়ে পুলিশ বলেছে, ‘প্রার্থীরা সবাই আমাদের সহযোগিতা করবেন বলেছেন। কোনো প্রার্থীকে কিংবা নির্বাচনে কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করছি না। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’ 

নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার, এপিবিএন ও র্যাব কাজ করবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি কাজ করবে। প্রতিটি ওয়ার্ডে সব বাহিনীর একটি করে টিম থাকবে বলে জানান তিনি। 

আরও পড়ুন:

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন