হোম > সারা দেশ > ঢাকা

জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: র‍্যাব ডিজি 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পয়লা বৈশাখ উপলক্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না বলে মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ বুধবার দুপুরে রাজধানীর রমনায় পয়লা বৈশাখ উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আবদুল্লাহ আল মামুন এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের কাছে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। প্রস্তুত রয়েছি যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য। সাইবার পেট্রোলিং করছি। র‍্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টাব্যাপী তারা দায়িত্বে নিয়োজিত আছেন। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জানাচ্ছেন।’

র‍্যাব ডিজি বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থা তাদের নিজ নিজ সাইবার টিম কাজ করছে। যেকোনো জায়গা থেকে কোনো তথ্য পেলে আমরা দ্রুততম সময়ের মধ্যে পাব বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছি।’ 

নাশকতার প্রস্তুতি বা এ ধরনের হুমকি মাথায় নিয়েই পরিকল্পনা তৈরি করেছেন কি, এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাশকতা সংঘটিত হয়েছিল। এ জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। কোন রকমের ঘটনা যাতে সংঘটিত না হতে পারে। এর মানে এই নয় যে, হুমকি আছে দেখে প্রস্তুত থাকি। হুমকি না থাকলেও প্রস্তুত থাকি। সব সময় আমরা প্রস্তুত আছি। মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।’

রমনা বটমূলে নিরাপত্তার বিষয়ে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ইলেকট্রোড হিসেবে র‍্যাব আছে। দু’পক্ষের মধ্যে সমন্বয় কেমন আছে? জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘অবশ্যই সমন্বয় আছে। আমরা সমন্বয় সভা করি। সারা দেশব্যাপী বিভিন্ন জেলার মেট্রোপলিটনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্স এর সঙ্গে কাজ করি। সব জায়গায় সমন্বয় করে আমরা কাজ করছি।’

র‍্যাবের পক্ষে সারা দেশে নিরাপত্তা দেওয়া কি সম্ভব এমন প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘সবার সঙ্গে সমন্বয় করে আমরা দায়িত্ব পালন করছি। ইতিপূর্বে সবার সঙ্গে মিলে আমরা সফলভাবে দায়িত্ব পালন করেছি।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির