হোম > সারা দেশ > ঢাকা

জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: র‍্যাব ডিজি 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পয়লা বৈশাখ উপলক্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না বলে মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ বুধবার দুপুরে রাজধানীর রমনায় পয়লা বৈশাখ উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আবদুল্লাহ আল মামুন এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের কাছে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। প্রস্তুত রয়েছি যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য। সাইবার পেট্রোলিং করছি। র‍্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টাব্যাপী তারা দায়িত্বে নিয়োজিত আছেন। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জানাচ্ছেন।’

র‍্যাব ডিজি বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থা তাদের নিজ নিজ সাইবার টিম কাজ করছে। যেকোনো জায়গা থেকে কোনো তথ্য পেলে আমরা দ্রুততম সময়ের মধ্যে পাব বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছি।’ 

নাশকতার প্রস্তুতি বা এ ধরনের হুমকি মাথায় নিয়েই পরিকল্পনা তৈরি করেছেন কি, এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাশকতা সংঘটিত হয়েছিল। এ জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। কোন রকমের ঘটনা যাতে সংঘটিত না হতে পারে। এর মানে এই নয় যে, হুমকি আছে দেখে প্রস্তুত থাকি। হুমকি না থাকলেও প্রস্তুত থাকি। সব সময় আমরা প্রস্তুত আছি। মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।’

রমনা বটমূলে নিরাপত্তার বিষয়ে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ইলেকট্রোড হিসেবে র‍্যাব আছে। দু’পক্ষের মধ্যে সমন্বয় কেমন আছে? জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘অবশ্যই সমন্বয় আছে। আমরা সমন্বয় সভা করি। সারা দেশব্যাপী বিভিন্ন জেলার মেট্রোপলিটনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্স এর সঙ্গে কাজ করি। সব জায়গায় সমন্বয় করে আমরা কাজ করছি।’

র‍্যাবের পক্ষে সারা দেশে নিরাপত্তা দেওয়া কি সম্ভব এমন প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘সবার সঙ্গে সমন্বয় করে আমরা দায়িত্ব পালন করছি। ইতিপূর্বে সবার সঙ্গে মিলে আমরা সফলভাবে দায়িত্ব পালন করেছি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু