হোম > সারা দেশ > ঢাকা

‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে অবস্থান দ্বিতীয় দিনেও

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে শনিবার সন্ধ্যায় সিএআই সংগঠনের নেতা-কর্মীদের র‍্যাব-১-এর সামনে অবস্থান করতে দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে রাজধানীর উত্তরায় র‍্যাব-১-এর কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত কাউন্সিল অ্যাগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) একটি সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এই অবস্থান কর্মসূচি পালন শুরু হয়।

এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব। গতকাল শুক্রবার গভীর রাতে ১০-১২ জনকে র‍্যাব কার্যালয়ের ফটকে অবস্থান করতে দেখা যায়। সেখানেই রান্না করে খাওয়া-দাওয়া করেন তাঁরা।

শনিবার সকালে সিএআই সংগঠনের নেতা-কর্মীদের র‍্যাব-১-এর কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

পরবর্তী সময়ে আজ সকালে আরও ২০-২৫ জন যোগ দেন তাঁদের সঙ্গে। এর মধ্যে ১০-১২ জনকে আজ রাত ৮টা পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে।

অবস্থানকালে একটি বোর্ডে ‘আশার বাণী নয়, উপসংহার চাই’, ‘গুম সেল উন্মোচন কর, স্বৈরাচারের প্রমাণ উন্মুক্ত কর’, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক’, ‘আলোচনা নয়, সমাধান চাই’, ‘আজ গুম সেল উন্মোচন না হলে, ভবিষ্যতে তারা অস্বীকার করবে’সহ নানা লেখাসংবলিত প্ল্যাকার্ড/পোস্টার দেখা যায়।

‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে অবস্থানকারীদের বিভিন্ন দাবিসংবলিত পোস্টার। ছবি: আজকের পত্রিকা

এ সময় তাঁরা বিগত সরকারের সব গোপন বন্দিশালা উন্মোচন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এদিকে র‍্যাব কার্যালয় থেকে কয়েকবার কর্মকর্তারা তাঁদেরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অবস্থানকারীদে দাবি আদায়ে অনড় থাকতে দেখা যায়।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সিএআই নামের একটি সংগঠনের ২৫-৩০ জন র‍্যাব কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন