হোম > সারা দেশ > ঢাকা

‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে অবস্থান দ্বিতীয় দিনেও

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে শনিবার সন্ধ্যায় সিএআই সংগঠনের নেতা-কর্মীদের র‍্যাব-১-এর সামনে অবস্থান করতে দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে রাজধানীর উত্তরায় র‍্যাব-১-এর কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত কাউন্সিল অ্যাগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) একটি সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এই অবস্থান কর্মসূচি পালন শুরু হয়।

এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব। গতকাল শুক্রবার গভীর রাতে ১০-১২ জনকে র‍্যাব কার্যালয়ের ফটকে অবস্থান করতে দেখা যায়। সেখানেই রান্না করে খাওয়া-দাওয়া করেন তাঁরা।

শনিবার সকালে সিএআই সংগঠনের নেতা-কর্মীদের র‍্যাব-১-এর কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

পরবর্তী সময়ে আজ সকালে আরও ২০-২৫ জন যোগ দেন তাঁদের সঙ্গে। এর মধ্যে ১০-১২ জনকে আজ রাত ৮টা পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে।

অবস্থানকালে একটি বোর্ডে ‘আশার বাণী নয়, উপসংহার চাই’, ‘গুম সেল উন্মোচন কর, স্বৈরাচারের প্রমাণ উন্মুক্ত কর’, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক’, ‘আলোচনা নয়, সমাধান চাই’, ‘আজ গুম সেল উন্মোচন না হলে, ভবিষ্যতে তারা অস্বীকার করবে’সহ নানা লেখাসংবলিত প্ল্যাকার্ড/পোস্টার দেখা যায়।

‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে অবস্থানকারীদের বিভিন্ন দাবিসংবলিত পোস্টার। ছবি: আজকের পত্রিকা

এ সময় তাঁরা বিগত সরকারের সব গোপন বন্দিশালা উন্মোচন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এদিকে র‍্যাব কার্যালয় থেকে কয়েকবার কর্মকর্তারা তাঁদেরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অবস্থানকারীদে দাবি আদায়ে অনড় থাকতে দেখা যায়।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সিএআই নামের একটি সংগঠনের ২৫-৩০ জন র‍্যাব কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল