হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজির মামলায় রিমান্ডে আউয়াল   

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির একটি মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম হাসিবুল হকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। তিনি আউয়ালকে গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে রিমান্ডের আবেদন বাতিলসহ আইনজীবীর করা জামিনের আবেদন নামঞ্জুর করেন। সাংসদ আউয়াল পল্লবীর ব্যবসায়ী সাহিনুদ্দিন হত্যা মামলায় কারাগারে আছেন। কারাগার থেকে তাঁকে রিমান্ডে নেওয়া হবে।

গত মাসে পল্লবীর এক ব্যবসায়ী মেজর (অব.) মোস্তফা কামাল চাঁদাবাজির এই মামলা করেন। তাঁর কাছে আউয়াল ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। পল্লবী থানা-পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।  

গত ১৬ মে পল্লবীতে খুন হন ব্যবসায়ী সাহিনুদ্দিন। এই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আউয়াল। তাঁকে ২০ মে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন চার দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৬ মে তাঁকে কারাগারে পাঠানো হয়।
 
মিরপুর পল্লবী এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ রয়েছে এম এ আউয়ালের বিরুদ্ধে। ডেভেলপার কোম্পানির নামে তিনি ভূমি দখল করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে মামলার পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়। সন্ত্রাসীদের ভাড়া করে তিনি এসব কাজ করতেন বলেও প্রতিবেদনে বলা হয়। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ