হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ  

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ রেলওয়ে স্টেশনে ও ময়মনসিংহের মোহনগঞ্জগামী মহুয়ান এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়েছে। 

কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আল আমিন বলেন, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা শুরু করে। পরে বরমী এলাকার মাইজপাড়ায় গিয়ে ট্রেনের ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে বন্ধ হয়ে যায়।  

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বরমী এলাকার মাইজপাড়ায় পৌঁছে বিকল হয়ে বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল হওয়া ট্রেন উদ্ধারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

স্টেশন মাস্টার আরও বলেন, ঢাকা থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে তা এখনই বলা যাচ্ছে না।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন