হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ  

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ রেলওয়ে স্টেশনে ও ময়মনসিংহের মোহনগঞ্জগামী মহুয়ান এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়েছে। 

কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আল আমিন বলেন, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা শুরু করে। পরে বরমী এলাকার মাইজপাড়ায় গিয়ে ট্রেনের ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে বন্ধ হয়ে যায়।  

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বরমী এলাকার মাইজপাড়ায় পৌঁছে বিকল হয়ে বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল হওয়া ট্রেন উদ্ধারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

স্টেশন মাস্টার আরও বলেন, ঢাকা থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে তা এখনই বলা যাচ্ছে না।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট