হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ  

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ রেলওয়ে স্টেশনে ও ময়মনসিংহের মোহনগঞ্জগামী মহুয়ান এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়েছে। 

কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আল আমিন বলেন, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা শুরু করে। পরে বরমী এলাকার মাইজপাড়ায় গিয়ে ট্রেনের ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে বন্ধ হয়ে যায়।  

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বরমী এলাকার মাইজপাড়ায় পৌঁছে বিকল হয়ে বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল হওয়া ট্রেন উদ্ধারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

স্টেশন মাস্টার আরও বলেন, ঢাকা থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে তা এখনই বলা যাচ্ছে না।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ