হোম > সারা দেশ > গাজীপুর

সেপটিক ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক থেকে বাবু (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা পুলিশ। আজ সোমবার রাত আটটার দিকে টঙ্গীর দত্তপাড়া জহির মার্কেট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

মৃত বাবু রংপুর জেলার কোতোয়ালি থানার কটকি পাড়া গ্রামের প্রভাতের ছেলে। তিনি টঙ্গীর বনমালা এলাকায় সবুজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। 

পুলিশ বলছে, সোমবার দুপুরে ওই এলাকার বাবুল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যায় বাবু। পরে কাজ করতে গিয়ে অসাবধানতা বসত ট্যাংকের ভেতরে পরে যায়। সন্ধ্যায় ওই ট্যাংকের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেশে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বাড়ির নিরাপত্তা কর্মী মাহাবুব হোসেন বলেন, দুপুরে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ট্যাংকের ভেতরে নামে বাবু। পরে কয়েক ঘণ্টা পর ট্যাংকের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস