হোম > সারা দেশ > ঢাকা

কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, ৯ দিন পর উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। অপহরণের নয় দিন পর পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করেছে। সেই সঙ্গে অপহরণ ও ধর্ষণের ঘটনার মূল হোতা তামজীদ উল্লাহ ওরফে তামজীদকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণখান ফায়দাবাদের কাঁঠালতলা এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার তামজীদ কক্সবাজারের রামু উপজেলার দারিয়ার দিঘি গ্রামের মো. আব্দুল্লাহ ওরফে মামুন ও শিউলি আক্তার দম্পতির ছেলে। বর্তমানে দক্ষিণখানের কাঁঠালতলার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ৩৩০/১ নম্বর বাসায় বসবাস করেন।

মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী অষ্টম শ্রেণির ছাত্রী। চলতি বছরের বার্ষিক পরীক্ষা শেষে রাজবাড়ী সদরের নিজ বাড়ি থেকে গত ৯ ডিসেম্বর দক্ষিণখান এলাকার নানার বাড়িতে বেড়াতে আসেন। পরবর্তীতে গত ২০ ডিসেম্বর সকাল ৮টার দিকে বাসা থেকে বের হন। পরে তাকে নানান কৌশলে অপহরণ করা হয়। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী কিশোরীর মা দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তার অবস্থান শনাক্ত হলে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওই ছাত্রীর মা একটি মামলা করেন। ওই মামলায় অপহরণের অভিযোগ আনা হয়। মামলার পর দিবাগত রাত আড়াইটার দিকে ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর ধর্ষণের ঘটনাটি জানা যায়। 

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে তামজীদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আজ বুধবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে ভুক্তভোগীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষার পর হাসপাতাল থেকে ওই কিশোরীকে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে তোলা হবে বলেও তিনি জানান। 

উল্লেখ্য, অপহরণকারীর পরিবার প্রভাবশালী হওয়া ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। সেই সঙ্গে ডিএনসিসির স্থানীয় কাউন্সিলর ও কক্সবাজারের এমপিকে দিয়ে মামলা না নেওয়ার জন্য পুলিশকে চাপ দিয়েছেন। পুলিশের বিশ্বস্ত সূত্র বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছে।    

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা