হোম > সারা দেশ > ঢাকা

বংশালে ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় মিলেছে

ঢামেক প্রতিবেদক

বংশাল সিক্কাটুলী এলাকায় ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম আকাশ (২০)। সোমবার রাতে ওই যুবকের মা কাঞ্চন আক্তারসহ স্বজনেরা ঢাকা মেডিকেলে তাঁর মৃতদেহ শনাক্ত করেন। 

নিহত আকাশের বোনজামাই রফিকুল ইসলাম বলেন, নিহত যুবকের নাম আকাশ। বাবার নাম শাহজাহান আলী। তাঁদের বাসা গেন্ডারিয়ার লোহারপুল কেবি রোডে। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। দুই ভাই ও এক বোনের মধ্যে আকাশ ছিলেন বড়। 

রফিকুল আরও বলেন, `সৌদি আরবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আকাশ। বাবা শাহজাহান গেন্ডারিয়া এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। আকাশের মোবাইল ফোন থেকে থানার পুলিশ ফোন দিয়ে জানায়, আকাশকে কে বা কারা ছুরি মেরেছে, ঢাকা মেডিকেলে আছে। পরে হাসপাতালে এসে আকাশের মরদেহ দেখতে পাই। কারা, কেন আকাশকে হত্যা করেছে তা এখনো জানতে পারি নাই।' 

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) হাসান মাতুব্বর বলেন, মৃত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। রাতে যুবকের মাসহ স্বজনেরা হাসপাতালে ওই যুবকের মৃতদেহ শনাক্ত করেন। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। 

গতকাল সোমবার রাত সারে ৯টার দিকে সিক্কাটুলী বায়তুল আমান জামে মসজিদের সামনে ড্রেনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই যুবক। খবর পেয়ে বংশাল থানার পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান মাতুব্বর বলেন, `রাতে সিক্কাটুলী এলাকায় সিরা ডিউটিতে ছিলাম। এমন সময় খবর পাই বায়তুল আমান মসজিদের সামনে একটি মোটর গ্যারেজের সামনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে মোটর গ্যারেজের সামনে এক পা ড্রেনে পড়ে থাকা অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।' 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ