হোম > সারা দেশ > ঢাকা

প্রধানমন্ত্রী যেন পদত্যাগ না করেন, সে নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন কোনো চাপে পড়ে পদত্যাগ না করেন—সেই বিষয়ে নির্দেশনা চেয়ে জনস্বার্থে উচ্চ আদালতে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক গত রোববার এই রিট করেন। 

রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও রাজউকের চেয়ারম্যানসহ আটজনকে বিবাদী করা হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ও পরবর্তী উত্তরসূরিকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে যেন পদত্যাগ না করেন—   রিটে সে বিষয়ে নির্দেশনা চেয়েছেন ওই আইনজীবী।

বিষয়টি মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে শুনানির জন্য ওঠে। আদালত এই বিষয়ে আংশিক শুনানির পর পরবর্তী শুনানির জন্য চলতি মাসে অবকাশের পর তালিকায় রাখেন। 

এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনানির জন্য উঠলে আমি বলি, মামলা করার মতো কোনো কারণ উৎপত্তি হয়নি। তাই এটি খারিজ অথবা অবকাশের পর রাখার প্রার্থনা করি। তখন আদালত বলেন, এটি অবকাশের পর আসবে।’

রিটকারী আইনজীবী মোজাম্মেল হক জানান, তিনি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। চাপে পড়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন এমন আশঙ্কা থেকেই এই রিট করেছেন কি না জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, ‘আমি কেন, আওয়ামী লীগ ও দেশবাসী আশঙ্কা করছে, তাঁর (শেখ হাসিনা) বয়সও অনেক বেশি হয়ে গেছে, ৭৭ বছর। কোন সময় চাপে পড়ে নত হয়ে যান! এতে দেশবাসীর অনেক ক্ষতি হবে। আমরা উন্নয়নের ধারাবাহিকতা চাই।’

তিনি আরও বলেন, জাতীয়–আন্তর্জাতিক যে কোনো চাপে যাতে প্রধানমন্ত্রী পদত্যাগ না করেন সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। কারণ তিনি পদত্যাগ করলে তা সংবিধানের ৫৭ (৩) অনুচ্ছেদের লঙ্ঘন হবে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি