হোম > সারা দেশ > মাদারীপুর

নির্বাচনে হেরে গেলেন রাব্বানীর মামা

মাদারীপুর প্রতিনিধি

ইউপি নির্বাচনে হেরে গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ। তার মামা মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়েছেন। আর সেখানে বিজয়ী হয়েছেন রাব্বানীর ওপর হামলার ঘটনায় জড়িত দাবি করা আরেক স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লা। 

গতকাল রোববার রাত ১০টার দিকে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাননী খান বেসরকারিভাবে ইশিবপুর ইউপিতে মোশারফ মোল্লাকে বিজয়ী ঘোষণা করেন। মোশারফ মোল্লা ৩ হাজার ২৬২ ভোটে পান আর রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ পান ২ হাজার ৫০৫ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন প্রার্থী। 

জানা যায়, রোববার ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট চলাকালীন ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে। এ খবর শুনে গোলাম রব্বানী সেখানে গেল মোশারফ মোল্লার ছেলে তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে গোলাম রব্বানীকে ছুড়ে গিয়ে কোপ দেন। এ সময় রব্বানী ফেরাতে গেলে তাঁর ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা গোলাম রব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ ব্যাপারে সাংবাদিকদের গোলাম রাব্বানী বলেন, ‘প্রকাশ্যে ভোট নেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের বাইরে আমি গেলে মোশারফ মোল্লার নির্দেশে তাঁর ছেলে সোহেল মোল্লা আমার ওপর হামলা চালায়। এতে আমার কয়েকটি আঙুল কেটে গেছে। আমি এ ঘটনার বিচার দাবি করি। আর হার জিত থাকতেই পারে। এ বিষয় কিছু বলতে চাই না। 

আর বিজয়ের পর মোশারফ মোল্লা বলেন, ‘গোলাম রাব্বানী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোট কেন্দ্র দখল করতে গিয়েছিল। পরে সেখানের উত্তেজিত জনতা তাদের ধাওয়া গেয়। সেখানে থেকে তারা একটি ঘরে আশ্রয় নিলে আমি ও আমার ছেলে গিয়ে তাঁকে উদ্ধার করি। আর জনগণ যে আমার সাথে আছে, এ বিজয়ই তার প্রমাণ। এত কিছুর পরেও আমার বিজয়কে থামাতে পারেনি। আমি জনগণের সেবক হিসেবে থাকব আজীবন।’ 

আর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান আহত রাব্বানীকে হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা ঘটিয়েছে, তাদের বিচারের আওতায় আনা উচিত। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। কোনো কারচুপি বা জালিয়াতির ঘটনা ঘটেনি।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন