হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ধর্ষণ করতে গিয়ে ‘বিশেষ অঙ্গ’ হারালেন যুবক

ধর্ষণ থেকে বাঁচতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শাহ আলম নামের এক যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দিয়েছেন এক গৃহবধূ ও তাঁর স্বজনেরা। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী গৃহবধূর ঘরে এই ঘটনা ঘটে। এরপর আহত ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরেন। এরপর তাঁর মেয়ে, মেয়ের জামাতা একত্র হয়ে শাহ আলমকে বেঁধে তাঁর বিশেষ অঙ্গ কেটে দেন। এরপর আহত যুবক শাহ আলমকে প্রথমে মদনপুর এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে শাহ আলম তাঁকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে শাহ আলমকে বারবার সতর্ক করেছিলেন ভুক্তভোগী। এতে তিনি রাজি না হওয়ায় গতকাল রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে শাহ আলম তাঁকে জাপটে ধরেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শাহ আলম পালিয়ে যান। 

এদিকে আহত শাহ আলম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে রাস্তায় একা পেয়ে ওই গৃহবধূ ও তাঁর লোকজন আমাকে বেঁধে আমার “বিশেষ অঙ্গ” কেটে দিয়েছে।’ 
 
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।’

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ