হোম > সারা দেশ > ফরিদপুর

পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি: দৃষ্টিপ্রতিবন্ধী নবীরুন্নেসা 

আমানুর রহমান রনি, ফরিদপুর থেকে

দৃষ্টিপ্রতিবন্ধী নবীরুন্নেসা। ভোট দিয়েছেন ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজ কেন্দ্রে। ভোট দিয়ে জানালেন, তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টায় তিনি সরকারি ইয়াছিন কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন। তার বাড়ি ফরিদপুরের হাবিলি গোপালপুরে। 

নবীরুন্নেসা নিজে দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁর এক বোনও পক্ষাঘাতে শয্যাশায়ী। বাবা শেখ করিম অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীতে তাঁদের আর কেউ নেই। প্রতিবন্ধী ভাতা এবং মানুষের সাহায্য-সহযোগিতায় চলে তাঁর সংসার। প্রতিবেশী রানী আক্তার নামে এক গৃহবধূর সহযোগিতায় তিনি কেন্দ্রে আসেন। 

নবীরুন্নেসা ইয়াসিন সরকারি কলেজের দ্বিতীয় তলায় নারী বুথেও যান রানী আক্তারের সহযোগিতায়। দৃষ্টিপ্রতিবন্ধী এই নারী বুথে প্রবেশের পর পোলিং এজেন্টেরা তাঁকে সহযোগিতা করেন। তবে গোপন কক্ষে তার ভোটটি কে দিয়ে দেবেন তা নিয়ে সমস্যায় পড়েন ভোট গ্রহণকারী কর্মকর্তারা। পরে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্টদের আলোচনা ও প্রিসাইডিং কর্মকর্তার মধ্যস্থতায় এই নারীর সঙ্গে গোপন কক্ষে একজন কর্মকর্তা প্রবেশ করেন। নারীর ইচ্ছা অনুসারে তিনি ব্যালটে সিল দিয়ে দেন। 

ভোট শেষে গোপন কক্ষ থেকে বের হয়ে নবীরুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, ‘পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’ 

উল্লেখ্য, আজ রোববার সারা দেশের মতো ফরিদপুর-৩ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়। সকালে উপস্থিতি কম থাকলেও দশটা নাগাদ ভোটার উপস্থিতি ধীরে ধীরে বেড়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুই প্রার্থীই দাবি করেছেন, সুষ্ঠু-অবাধ নির্বাচন হলে তাঁরা বিজয়ী হবেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন