হোম > সারা দেশ > ঢাকা

প্রত্যয় স্কিম নিয়ে পেনশন কর্তৃপক্ষের ব্যাখ্যা শুভংকরের ফাঁকি: জবি শিক্ষক সমিতি

জবি সংবাদদাতা 

‘প্রত্যয় স্কিম’ নিয়ে পেনশন কর্তৃপক্ষের ব্যাখাকে শুভংকরের ফাঁকি বলে আখ্যা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের মধ্যে সর্বজনীন পেনশনের পঞ্চম স্কিম ‘প্রত্যয়’ নিয়ে একটি অভয় বাণী দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। 

জবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান আজকের পত্রিকাকে বলেন, এ বাণী গ্রহণযোগ্য নয়। 

তিনি বলেন, পেনশন কর্তৃপক্ষ যে ব্যাখা দিয়েছে সেখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। ব্যাখায় বলা আছে, একজন পেনশনার প্রতিমাসে ১ লাখ ২৪ হাজার ৬৬০ টাকা হারে পেনশন পাবেন বলে উল্লেখ করে যা একদম ভুয়া আইডিয়া। 

শেখ মাশরিক আরও বলেন, প্রত্যয় স্কিমে বলা হয়েছে যে তাঁরা ৫০ শতাংশ কন্ট্রিবিউট করবে আর বাকিটুকু শিক্ষকেরা দেবে। এ টাকাটা তাঁরা কোথাও ইনভেস্ট করবে, সেখান থেকে মূলধন ও লাভ দিয়ে বেনেফিট দেওয়া হবে। তাঁরা এই বেনেফিটটা হিসাব করছে ১৫ বছর পর কত হবে। কিন্তু ১৫ বছর পর্যন্ত যে বাঁচব এটারতো গ্যারান্টি নেই। শুভংকরের ফাঁকিগুলো হচ্ছে এখানেই। একজন শিক্ষক পাঁচ হাজার টাকা করে দেবে এটা কোনোভাবেই সম্ভব না। প্রজ্ঞাপনের সঙ্গে তাঁদের ব্যাখা তো মিলে না।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯