‘প্রত্যয় স্কিম’ নিয়ে পেনশন কর্তৃপক্ষের ব্যাখাকে শুভংকরের ফাঁকি বলে আখ্যা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের মধ্যে সর্বজনীন পেনশনের পঞ্চম স্কিম ‘প্রত্যয়’ নিয়ে একটি অভয় বাণী দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
জবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান আজকের পত্রিকাকে বলেন, এ বাণী গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, পেনশন কর্তৃপক্ষ যে ব্যাখা দিয়েছে সেখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। ব্যাখায় বলা আছে, একজন পেনশনার প্রতিমাসে ১ লাখ ২৪ হাজার ৬৬০ টাকা হারে পেনশন পাবেন বলে উল্লেখ করে যা একদম ভুয়া আইডিয়া।
শেখ মাশরিক আরও বলেন, প্রত্যয় স্কিমে বলা হয়েছে যে তাঁরা ৫০ শতাংশ কন্ট্রিবিউট করবে আর বাকিটুকু শিক্ষকেরা দেবে। এ টাকাটা তাঁরা কোথাও ইনভেস্ট করবে, সেখান থেকে মূলধন ও লাভ দিয়ে বেনেফিট দেওয়া হবে। তাঁরা এই বেনেফিটটা হিসাব করছে ১৫ বছর পর কত হবে। কিন্তু ১৫ বছর পর্যন্ত যে বাঁচব এটারতো গ্যারান্টি নেই। শুভংকরের ফাঁকিগুলো হচ্ছে এখানেই। একজন শিক্ষক পাঁচ হাজার টাকা করে দেবে এটা কোনোভাবেই সম্ভব না। প্রজ্ঞাপনের সঙ্গে তাঁদের ব্যাখা তো মিলে না।