হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় বকেয়া বেতন চাওয়ায় যুবককে পিটিয়ে জখম, মা-বোনকে হেনস্তা

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় বকেয়া বেতন চাওয়ায় মো. ইয়াসিন আরাফাত রনি (২০) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে ১০-১২ জন দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার রাতে মুসলিমনগর নিউ টাউন এলাকায় অবস্থিত সাইনবোর্ড স্পিডবোট কারখানার পাশে সজিবের কার্টুন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

ইয়াসিন আরাফাত রনির মা জোছনা বেগমের দাবি, তাঁর ছেলে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধদের একজন।

হামলার সময় অভিযুক্ত ব্যক্তিরা ওই যুবকের মাথায় বাঁশ দিয়ে আঘাতসহ শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা আজ বুধবার ভোরে অভিযুক্ত চার ব্যক্তিসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।

পরক্ষণেই পুলিশ অভিযুক্ত মো. রুবেল ওরফে সোহেলকে (২৯) গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আজ বিকেলে আদালত তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিরা হলেন সজিব মিয়া (৩০), আছিউর (৪৮) ও মাশকুর রহমান (৪৮)।

প্রত্যক্ষদর্শী ও মামলার বাদী জোছনা বেগম জানান, ইয়াসিন আরাফাত রনি প্রায় আট মাস আগে সাইনবোর্ড স্পিডবোট কারখানায় সজিব মিয়ার কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করতেন। গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রায় তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে ২৫ মার্চ রাতে কারখানার মালিকের কাছ থেকে প্রাপ্য বেতন চাইতে গেলে রুবেল (সোহেল), সজিব মিয়াসহ অভিযুক্ত ব্যক্তিরা রনিকে মারধর শুরু করেন।

একপর্যায়ে আসামি রুবেল ভুক্তভোগীর ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ভেঙে ফেলেন। এ ঘটনায় রনি জ্ঞান হারালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাঁর মা জোছনা বেগম ও বোন মারিয়া (২২) ঘটনাস্থলে আসেন। এ সময় আসামিরা তাঁদের ওপর আক্রমণ করেন। এ সময় জোছনা বেগমের ৩০ হাজার টাকা মূল্যের সোনার কানের দুল ছিনিয়ে নেন। পরে তাঁরা বোন মারিয়ার কাপড় টানাহেঁচড়া করে হেনস্তা করেন। এ ঘটনায় আহত অবস্থায় ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এবং রুবেল নামের একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন