ঢাকা-আরিচা মহাসড়কের উলাইলে কাভার্ড ভ্যানের চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইলে এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক।
নিহত পোশাক শ্রমিক নুরুল ইসলাম (৪০) আশুলিয়ার জিরানী এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার খামার মধুবনপুর গ্রামের শুকুমুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সাভারমুখী লেনে একটি কাভার্ড ভ্যান নুরুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে কাভার্ড ভ্যানটি আটক করে সাভার হাইওয়ে থানার পুলিশ।
ওসি মো. আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।