অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে মোটরযানের ফিটনেস সনদ প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে গাড়ি হাজির করে সংশ্লিষ্ট বিআরটিএর সার্কেল অফিস থেকে ফিটনেস নবায়ন সনদ নেওয়া যাবে।
আজ শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে থেকে বিষয়টি জানা গেছে।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কার্যক্রম আগামী সোমবার (২২ নভেম্বর) থেকে শুরু হবে। এই কার্যক্রম কেবল ঢাকা মেট্রো সার্কেল-১ মিরপুর, সার্কেল-২ ইকুরিয়া, সার্কেল-৩ দিয়াবাড়ী থেকে কার্যকর হবে। তা ছাড়া ঢাকা জেলা সার্কেলের পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ সার্কেল থেকেও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বিআরটিএর সার্ভিস পোর্টাল (bsp.brta.gov.bd) অথবা বিস্তারিত তথ্যের জন্য বিআরটিএর ওয়েবসাইটে (www.brta.gov.bd) যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
এদিকে, বিআরটিএর নির্ধারিত এসব সার্কেল অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মোটরযানের ফিটনেস নবায়ন করা যাবে না।