হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গরুর গাড়িতে হামলা চালিয়ে টাকা লুট, ১১ গরু উদ্ধার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উদ্ধার করা গরু। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সেতুর ওপরে গরু ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে দিনাজপুর থেকে নারায়ণগঞ্জগামী গরু বহনকারী একটি পিকআপ ভ্যানকে টার্গেট করে ৫-৬ জনের একটি ডাকাত দল এই হামলা চালায়।

ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যবসায়ী মোকসেদুল আলম ভূঁইয়া (৬৪) ও গাড়ির সহকারী সামিউল আলমকে (২৮) আঘাত করে। আহত দুজনকে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা লুট করে।

গরু ব্যবসায়ীদের চিৎকারে নিকটস্থ উত্তরা পূর্ব থানা-পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ইট-পাটকেল ছুঁড়ে পালিয়ে যায়। পুলিশের অভিযানে ডাকাতদের ব্যবহৃত নম্বরবিহীন মাহিন্দ্রা পিকআপ ভ্যান, দেশীয় অস্ত্র, দা-চাপাতি এবং ১১টি গরু উদ্ধার করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ মিয়া জানান, পলাতক ডাকাতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় গরু ব্যবসায়ী মাসুদ ভূঁইয়া বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া গরু এবং জব্দকৃত সরঞ্জামাদির ভিত্তিতে ডাকাতদের শনাক্ত এবং গ্রেপ্তারের কাজ দ্রুত এগিয়ে চলেছে।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল