হোম > সারা দেশ > ঢাকা

নৌকাডুবির একদিন পর তুরাগের একই স্থানে ডুবলো বাল্কহেড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুরাগ নদে নৌকা ডুবির ঘটনার একদিন পার না হতেই একই স্থানে সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

রোববার বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজারে তুরাগ নদের গাবতলী ও দ্বীপনগর পাড়ের মাঝনদীতে এ ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ফজলুর রহমান। 

ফজলুর রহমান বলেন, বিকেল ৪টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট ও একটি বালু বোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্ট বোঝাই বাল্কহেডটি ডুবে গেছে। বাল্কহেডটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তারা সিমেন্ট নিয়ে এসেছিল ঘাটে আনলোড করার জন্য। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আমিনবাজার নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর শেখ আজকের পত্রিকাকে জানান, দুটি বাল্কহেডের সংঘর্ষে সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো নিখোঁজ কিংবা মৃতের ঘটনা ঘটেনি। পরে বিস্তারিত জানানো হবে। 

উল্লেখ্য, গতকাল শনিবার ভোরে সাভারের আমিনবাজারে তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এতে ৫ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুজন। 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি