হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ডুবে যাওয়া ফেরি থেকে কাভার্ড ভ্যান উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় টানা ১২ ঘণ্টা উদ্ধার অভিযান বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয়। তিন ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ১১টায় ডুবে থাকা একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ১০টায় উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে। 

এদিকে জাহাজ প্রত্যয় এখনো পাটুরিয়া ঘাটে না আসায় উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। উদ্ধার অভিযান যৌথভাবে পরিচালনা করছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফেরিডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৫টি ট্রাক। ট্রাকগুলো ফেরির নিচে বা আশপাশে চাপা পড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আরও ৫টি ট্রাক পদ্মা নদীর বিভিন্ন এলাকায় শনাক্ত করে রাখা হয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অথোরিটি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) শরিফুল ইসলাম বলেন, ‘পদ্মায় ফেরিডুবির পরপরই তাঁরা উদ্ধার অভিযান শুরু করেন। দিনব্যাপী উদ্ধার অভিযানে ফেরির ভেতর থেকে চারটি ট্রাক উদ্ধার করা হয়।’ 

ফেরিতে আটকে রয়েছে আরও ৫টি ট্রাক। ফেরির ভেতরের ট্রাকগুলো উদ্ধার শেষে পদ্মায় ডুবে যাওয়া অপর ৫টি ট্রাক উদ্ধার করা হবে। খুব অল্প সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় উদ্ধার অভিযানে সংযুক্ত হবে বলে জানান তিনি। 

এদিকে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ লতিফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন