রাজধানীর কুড়িল ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে (হেলপার) চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর সিদ্দিকী এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন কাভার্ড ভ্যানের চালক সাইফুল ইসলাম ও হেলপার মশিউর রহমান। তাঁদের চট্টগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঢাকায় নিয়ে আসা হয়।
দুপুরের পরে সাইফুল ও মশিউরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শনিবার মাইশা নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেন তাঁর বাবা নূর মোহাম্মদ মামুন।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজকে উদ্ধার করে পুলিশ। পরে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মাইশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি স্কুটি নিয়ে যাচ্ছিলেন। ফ্লাইওভারের ঢালুতে কাভার্ড ভ্যানটি দ্রুতগতিতে যাওয়ার সময় মাইশাকে চাপা দেয়।