হোম > সারা দেশ > ঢাকা

আদালতের সিদ্ধান্তের পর করণীয় ঠিক করবেন সাংবাদিক নেতারা

ঢাকা: এবার যৌথভাবে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মাঠে নেমেছে সাংবাদিকদের কয়েকটি সংগঠন। আগামীকাল রোববার সরকারের তিনজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সাংবাদিক নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আগামীকাল ভিন্ন ভিন্ন সময়ে সাক্ষাৎ করবেন তাঁরা। সবার আশা, রোববারই রোজিনা ইসলাম জামিনে মুক্ত হবেন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বৈঠক শেষে গণমাধ্যমে এসব তথ্য জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। যৌথ এ বৈঠকের আয়োজক ডিইউইজে।

বৈঠক শেষে নিজেদের অবস্থা নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান রেজোয়ানুল হক।

জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামীকাল রোববার রোজিনা ইসলামের জামিন বিষয়ে আদেশের দিন ধার্য থাকায় আগামীকাল পর্যন্ত বৈঠক মুলতবি ঘোষণা করা হয়। আদেশ দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান নেতারা।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ