হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আ.লীগ-বিএনপির সমাবেশ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রাজধানী ঢাকায় আজ শনিবার আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশ ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে দেশজুড়ে। রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে সকাল থেকেই। তবে এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানচলাচল স্বাভাবিক দেখা গেছে। আজ সকালে মহাসড়কের শিমরাইল মোড়, মৌচাক ও সাইনবোর্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কম রয়েছে। তবে যেসব গাড়ি সড়কে চলাচল করছে, তা স্বল্প সময়েই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারছে। এদিকে দুই দলের সমাবেশ ঘিরে সড়কে মানুষের উপস্থিতি কম লক্ষ করা গেছে। 

আল মামুন নামের এক পথচারী বলেন,‘ আজ ভেবেছিলাম অফিসে যেতে কষ্ট হয়ে যাবে। কিন্তু দেখলাম সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশের তৎপরতাও লক্ষ করার মতো ছিল না।’

সময় পরিবহনের এক চালক বলেন, ‘গাড়ির চাপ কম থাকায় আজ সুবিধা হয়েছে। কোনো রকম প্রতিযোগিতা ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারছি। কোনো স্ট্যান্ডে বেশিক্ষণ থামানো লাগছে না, গাড়ি ভরে যাচ্ছে।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘যেকোনো নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। যান ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা কাজ করছি। কাউকে তাঁদের গন্তব্যস্থলে যেতে কোনো বাধা দেওয়া হচ্ছে না।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির