হোম > সারা দেশ > ঢাকা

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে ঢাবি শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি

ঢাবি প্রতিনিধি

সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে টানা তিন দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা। 

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মবিরতির পাশাপাশি কলাভবনের মূল ফটকে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচিও করেন তাঁরা। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ। 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে আমাদের দাবি নিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু এখনো কোনো ধরনের পদক্ষেপ দেখতে পাচ্ছি না। ঈদের আগে (ঈদুল আজহা) আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম, দাবি আদায় না হলে অর্ধদিবস করে ২৫,২৬ ও ২৭ তারিখ কর্মবিরতি পালন করব। ৩০ তারিখ পূর্ণ কর্মবিরতি পালন করব। তবে পরীক্ষা ও পরীক্ষাসংক্রান্ত কাজগুলো এর আওতার বাইরে থাকবে। আমরা ভেবেছিলাম, তত দিনে সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। কিন্তু এখনো কোনো ধরনের দৃশ্যমান কিছু দেখছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আগামী পয়লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি চলবে। কোনো শিক্ষক আর ক্লাস-পরীক্ষা নেবেন না।’ 

অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, ‘শিক্ষকেরা একটা পেনশনে আছেন। আবার আরেকটি পেনশনে কেন তাঁদের ঢোকাতে হবে! এটি মৌলিক অধিকারে হস্তক্ষেপ ও পরিপন্থী। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী; যেটিকে সর্বজনীন নাম দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো এক মহল। তবে এটা সফল হবে না। শিক্ষকেরা এটা মেনে নেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। দাবি আদায় করে শিক্ষকেরা ক্লাসে ফিরে যাবে।’ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মবিরতি চলছে বলেও উল্লেখ করেন জিনাত হুদা। 

কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও কার্জন হলের একাধিক বিভাগ পরিদর্শনে দেখা যায় শিক্ষকেরা ক্লাসে যাননি। সে সময় তাঁরা (শিক্ষক) বিভাগেও উপস্থিত হননি। 

অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামাল, সাবেক প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম, শিক্ষক নেতা ড. সাবিতা রেজওয়ানা রহমান, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামানসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত