হোম > সারা দেশ > ঢাকা

৪ লাশ নিয়ে শহীদ মিনার-শাহবাগে বিক্ষোভ, পুলিশের গুলি

ঢামেক প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চারটি লাশ নিয়ে শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), টিএসসি, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ এলাকায় বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। মরদেহগুলো আজ রোববার বিক্ষোভে নিহতদের বলে নিশ্চিত হওয়া গেছে। 

নিহতদের একজন হলেন—তাহিদুল ইসলাম (২২)। তিনি রাজধানীর ফার্মগেটে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের থুতনিতে গুলির চিহ্ন আছে। বিভিন্ন জায়গা থেকে দেড় শর মতো আহত হয়ে হাসপাতালে এসেছে। ৪৩ জনকে ভর্তি দেওয়া হয়েছে আহতদের মধ্যে বেশির ভাগই গুলিবিদ্ধ হয়েছে। 
 
সরেজমিন দেখা যায়, আজ সন্ধ্যা ৬টার দিকে ঢামেক থেকে তিনটি লাশ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সোয়া ৬টার দিকে আন্দোলনকারীরা সেগুলো কাঁধে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে মিছিল নিয়ে যান। 

লাশ কাঁধে থাকা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকার সংঘর্ষ থেকে ঢামেক হাসপাতালে থাকা এ লাশগুলো নিয়ে আসেন তাঁরা। 

এদিকে লাশ নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ থানার ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ তাঁদের ওপর গুলি ছুড়ে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। আন্দোলনকারীরা কাঁটাবন মোড়ের দিকে দৌড়ে যান। পুলিশে গুলিতে তাৎক্ষণিক তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। পরে শাহবাগ এলাকা ছেড়ে চলে যান সবাই। বর্তমানে (সন্ধ্যা ৬টা) আন্দোলনকারীদের একটি অংশ শহীদ মিনার এলাকায় অবস্থান করছেন।

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার