হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রকে মারধর করায় ৩০টির বেশি বাস আটকে রেখেছেন জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করায় ‘ইতিহাস’ পরিবহনের ৩০টির বেশি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ও ক্যাম্পাসের ভেতরে এসব গাড়ি পার্কিং করে রাখা হয়। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের ছাত্র মামুনুর রেজা রাজধানীর মিরপুরে মারধরের শিকার হয়। 

ভুক্তভোগী মামুনুর রেজা বলেন, ‘গতকাল বুধবার সকাল ৮টায় ক্যাম্পাসে আসার জন্য মিরপুর ১০ থেকে ইতিহাস বাসে উঠি। বাসে ওঠার আগেই দরজায় একজন থামিয়ে দিয়ে আমাকে টিকিট নিতে বলে এবং টিকিট ছাড়া গাড়িতে উঠতে দেবে না। স্টুডেন্ট বলার পরে উনি আমাকে ৩২ টাকার টিকিট ধরিয়ে দেন। যেখানে সচরাচর ২০-২৫ টাকায় ক্যাম্পাসে আসি। ৩২ টাকা ভাড়ার বিষয়ে প্রতিবাদ করলে উনি জাহাঙ্গীরনগরের ছাত্র শোনামাত্র ‘আজ তোদের পাইছি’ বলে কলার ধরে বাস থেকে নিচে নামিয়ে ধাক্কা দিয়ে মারতে শুরু করে। অকথ্য ভাষায় ভার্সিটির নামে খারাপ কথা বলেন।’ 

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, মারধরে অভিযুক্ত মিরপুরের লাইনম্যান রাকিবুল ইসলাম রাব্বির দ্রুত শাস্তি নিশ্চিত করা। 

ইতিহাস বাসের এক চালক রুবেল মিয়া বলেন, ‘আমাদের ৩০টির বেশি বাস আটকে রেখেছে। শুনেছি মিরপুরের লাইনম্যান রাব্বি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছেন। বাস কখন ছাড়বে জানি না।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘কোনো শিক্ষার্থীকে মারধর করা হলে সে অভিযোগ প্রথমে প্রক্টর বরাবর প্রশাসনকে অবগত করতে হবে। প্রশাসনকে না জানিয়ে কোনো আটক অভিযান পরিচালনা করলে সেই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।’ 

 

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন