হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গিবাড়ীতে ঈদের দিন ১০ টাকায় গরুর মাংস বিক্রি

 টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

১০ টাকায় গরুর মাংস কিনতে ক্রেতাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস পেল ৪২০টি পরিবার। ঈদের দিনেও যাতে সমাজের অসহায় মানুষ গরুর মাংস খেতে পারে, সেই লক্ষ্যে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। আজ সোমবার সকাল ১০টায় কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০টি পরিবারের মধ্যে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করেন সংগঠনের সদস্যরা।

এ ছাড়া প্রতিবছর রমজানে বিনা মূল্যে ইফতারসামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরীক্ষা, অসহায় গরিবের পাশে থেকে কাজ করাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করার অভিজ্ঞতা রয়েছে সংগঠনটির।

ব্যতিক্রমী এই বাজারে ১০ টাকায় মাংস কিনতে এসে খালেদা বেগম নামের এক নারী বলেন, ‘১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায় না, অথচ এখানে আমরা এক কেজি গরুর মাংস পাচ্ছি ১০ টাকা দিয়ে ৷ আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এই আয়োজন করেছে, আল্লাহ তাদের ভালো রাখুক।’

মো. ফজল নামের এক বৃদ্ধ বলেন, ‘বাজারে গরুর মাংসের যে দাম, এবার তো ভাবছিলাম ঈদের দিন গরুর মাংস খেতে পারব না। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারণে ঈদে মাংস খেতে পারব। তারা ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস দিচ্ছে। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি।’

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, ‘চতুর্থবারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এ বছর উপজেলার ৪২০ জনের মধ্যে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই, যাতে সমাজের অসহায় মানুষ মনে করে ঈদের দিনে তারা কিনে গরুর মাংস খেতে পারছে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ।’

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩