হোম > সারা দেশ > ফরিদপুর

মোবাইল ব্যাংকিংয়ের ফাঁদে ফেলতেন ফরিদপুরের সুখী, ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহককে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া সুখী আক্তার (৩০) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আবু তাহের শেখের মেয়ে। তিনি এই প্রতারণা চক্রের মূল হোতা বলে দাবি করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার র‍্যাব-২-এর সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনা বেড়েছে। একধরনের অসাধু চক্র দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রতারক চক্রটি ‘হ্যালো, বিকাশ থেকে রুমি (ছদ্মনাম) বলছি। বিকাশ অ্যাকাউন্ট আপগ্রেডের কাজ চলছে, বিকাশ থেকে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড (ওটিপি) এসএমএস করা হয়েছে। কোডটি আমাকে দিন। অন্যথায় আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে’—এভাবে প্রতারণা করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিকাশ হ্যাকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২-এর একটি দল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে সুখি আক্তারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনিসহ চক্রের অন্য সদস্যরা মিলে মোবাইল ব্যাংকিং পদ্ধতি বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলেন।

র‍্যাব জানায়, সুখী আক্তারের দেওয়া দেওয়া তথ্য যাচাইবাছাইয়ের ভিত্তিতে চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক সুখীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির