হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দগ্ধ দুজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন দুজন মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাতে ও আজ সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁরা মারা যান। মৃতরা হলেন জজ মিয়া (৫০) ও আলম (৪০)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

আইউব হোসেন জানান, জজ মিয়ার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। আর আলম শরীরের শতভাগ দগ্ধ নিয়ে আইসিইউতে ভর্তি ছিল। গতকাল মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।

আইউব হোসেন বলেন, ‘এই ঘটনায় আরও ৩ জন ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থাও গুরুতর।’

এর আগে গতকাল রোববার দুপুর দেড়টার দিকে ফতুল্লার পাগলার আলীগঞ্জে ঘটনাটি ঘটে। এরপর আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বর্তমানে হাসিনা মমতাজ (৪৭) শরীরের ৬৬ শতাংশ, আসমা বেগম (৪৫) ৪১ শতাংশ, ও হাফসা আক্তার (৬) ১৬ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

দগ্ধ জজ মিয়ার ভাই নাজমুল হাসান জানান, তাঁদের বাসা নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার আলীগঞ্জে। সবার বাসা পাশাপাশি। একই বাড়ির ট্রাকমালিক আব্দুল বাতেন দুপুরে ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার তাদের বাসার কাছে রাখেন। গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিলে সেখান থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় দগ্ধ আলম সিগারেট খেয়ে সিলিন্ডারের পাশে ফেলে দিলে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে যায়। সেই আগুনের ফুলকি কয়েকটি বাড়ির মধ্যে চলে যায়। এতে তাঁরা দগ্ধ হন। 

প্রতিবেশী ফাতেমা আক্তার বলেন, ‘আমাদের সবার বাসা পাশাপাশি। বাতেনের একটি ট্রাক আছে। সেই ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার বাসার পাশেই রাখা ছিল। ওই সিলিন্ডারের মুখ থেকে গ্যাস বের হচ্ছিল। আলম সিগারেট খেয়ে সিলিন্ডারের কাছে ফেলেন। তখনই গ্যাসের আগুন ফুলকি দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। এতে ট্রাকচালক বাতেনের স্ত্রী আসমাসহ ৭ জন দগ্ধ হন। পরে তাঁদের দ্রুত শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।’ 

 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯