হোম > সারা দেশ > গাজীপুর

পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে যে জনপদের মানুষের

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণে অবস্থিত প্রহলাদপুর ইউনিয়নের দমদমা গ্রাম। এ জনপদে রয়েছে চার হাজার মানুষের বাস। এই জনপদের মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। শীতসহ সকল ঋতুতেই দমদমা গ্রামের ‘আমাদের বিল’ নামে দু'টি বিলে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসে। পরিযায়ী ছাড়াও কোকিলের কুহু তান, শালিকের ঝাঁক, ময়না, দোয়েলের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে সব সময়।

সরেজমিন ঘুরে দেখা যায়, স্থানীয় সাংসদের বাড়ির দুপাশে রয়েছে ৩০০ বিঘা জমির ওপর দু'টি বিল। বিল দু'টি ‘আমাদের বিল’ নামে পরিচিত। এ গ্রামে বেশির ভাগ জমিতে বোরোধানের চাষ হয়। গত এক যুগ ধরে ধরে দুটি বিলের জমিতে ধান রোপণ হয় না। শীত পড়লে বিলে নামে হাজার হাজার পরিযায়ী পাখি। সকাল শুরু হতেই হাজার হাজার পাখি দল বেঁধে নামতে শুরু করে বিলে। পাখির কলকাকলীতে মুখরিত হয়ে ওঠে দমদমা গ্রামের আশপাশের পরিবেশ।

বিলের চারপাশে রয়েছে ফসলি জমি। জমির ফসলে সবুজের সমারোহে ভরে উঠেছে বিলের চারপাশ। এর মাঝে পরিযায়ী পাখিগুলো দেখতে কতই না সুন্দর।

স্থানীয় গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, ‘পাখিগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে আসে বিলে। এদের যেন কেউ শিকার না করে এ জন্য বিলের আশপাশের মানুষকে সচেতন করা হয়েছে।’

দমদমা গ্রামে প্রতিদিন হাজার হাজার পাখির কলকাকলি দেখতে আসে শত শত মানুষ। পাখির ঝাঁক বেঁধে থাকা সত্যিই নয়নাভিরাম। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু