হোম > সারা দেশ > ঢাকা

মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, যুবদল নেতা বহিষ্কার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি। ছবি: ভিডিও থেকে নেওয়া

মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি ও অস্ত্র হাতে মহড়ার ঘটনায় গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলম পিন্টুকে দলের প্রাথমিক পদ বাতিলসহ বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। আজ শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে আজ বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে অভিযুক্ত যুবদল নেতার নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়ে হ্যান্ডমাইকে চাঁদাবাজি ঘোষণা দেওয়া হয়। মহড়ার পরপরই অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকাপয়সা লুটপাট করে নেয় অস্ত্রধারীরা।

মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শুরু হয় সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়েও। দ্রুত সময়ের মধ্যে এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জনসাধারণের।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উপজেলার এমসি বাজারে যুবদল নেতা জাহাঙ্গীর আলম হ্যান্ডমাইকে চাঁদাবাজির ঘোষণা দেয়। বিষয়টির সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ জন্য কেন্দ্রীয় যুবদল তাঁকে বহিষ্কার করেছে।’

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি