হোম > সারা দেশ > ঢাকা

মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, যুবদল নেতা বহিষ্কার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি। ছবি: ভিডিও থেকে নেওয়া

মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি ও অস্ত্র হাতে মহড়ার ঘটনায় গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলম পিন্টুকে দলের প্রাথমিক পদ বাতিলসহ বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। আজ শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে আজ বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে অভিযুক্ত যুবদল নেতার নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়ে হ্যান্ডমাইকে চাঁদাবাজি ঘোষণা দেওয়া হয়। মহড়ার পরপরই অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকাপয়সা লুটপাট করে নেয় অস্ত্রধারীরা।

মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শুরু হয় সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়েও। দ্রুত সময়ের মধ্যে এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জনসাধারণের।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উপজেলার এমসি বাজারে যুবদল নেতা জাহাঙ্গীর আলম হ্যান্ডমাইকে চাঁদাবাজির ঘোষণা দেয়। বিষয়টির সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ জন্য কেন্দ্রীয় যুবদল তাঁকে বহিষ্কার করেছে।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ