হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষ, কিশোর নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিরব শেখ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। 

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোনা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফোরকান শেখের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরবের সঙ্গে তার চাচা আব্দুল শেখের গাছের ডাল কাটা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দু পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিরব গুরুতর আহতসহ উভয় পক্ষের ৬ জন আহত হন। 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নিরবকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, দীর্ঘদিন ধরে নিরবের পরিবারের সঙ্গে তার চাচার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা আব্দুল শেখের পরিবারের সঙ্গে নিরবের পরিবারের সংঘর্ষ হয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিরবের লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির