হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মোবাইল ফোনে ডেকে নিয়ে আলী আকবর বাপ্পী (৩৩) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত দেড়টার দিকে পৌর এলাকার পার দিঘলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বাপ্পী টাঙ্গাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর দিঘলীয়া এলাকার মৃত দেলবর ব্যাপারীর ছেলে। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেশী রানা মিয়া ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২ দিকে মোবাইলে ফোন পেয়ে বাপ্পী স্থানীয় একটি মুদির দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। রাত দেড়টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে বাপ্পীর স্ত্রী আঁখি আখতার শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনে বাপ্পীর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, সোমবার রাতে ব্যবসায়ী বাপ্পীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পার দিঘলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনে ফেলে রেখে যায়। খবর পেয়ে মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, লাশের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা করা হয়নি। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাপ্পী টাঙ্গাইল পার্ক বাজারে মাছের ব্যবসা করতেন। তিন সন্তানের জনক বাপ্পী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা