হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় নগদের ২ কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন। 

গুলিবিদ্ধরা হলেন নগদের কর্মী নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী এলাকার চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০)। 

নগদের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ। তিনি বলেন, ‘নগদের দুই কর্মীকে গুলি করে আনুমানিক ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। নগদ কর্তৃপক্ষের কাছ পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ করছে পুলিশ।’ 

আহতদের স্বজন ও নগদের কর্মীরা জানান, প্রতিদিনের মতো নগদের নরসিংদী ডিপো থেকে মোটরসাইকেলে করে রায়পুরা উপজেলায় যাচ্ছিলেন শাহিন ও দেলোয়ার। তাঁরা আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে। এ সময় তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুই ছিনতাইকারী। 

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে দেলোয়ার পেটে ও শাহিন হাতে গুলিবিদ্ধ হন বলে জানান চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। 

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত শারমীন বলেন, ‘দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন