হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার জন্মদিন ৩টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত ছয়টি প্রতিষ্ঠানের নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। নথিতে বলা হয়, খালেদা জিয়ার জন্ম সাল ১৯৪৬ ঠিক আছে। তবে জন্ম তারিখ ৮ মে,১৫ আগস্ট এবং ৮ সেপ্টেম্বর। এ বিষয়ে আজ মঙ্গলবার শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে গত ১৩ জুন ৬০ দিনের মধ্যে জন্মদিন সংক্রান্ত নথি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং সকল শিক্ষাবোর্ডকে এ নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে আসে। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে খালেদা জিয়ার জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদ ওই রিট করেন। 

গতকাল নাহিদ সুলতানা যুথী বলেন, খালেদা জিয়া বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তারিখে জন্মদিন পালন করেছেন। তাঁর জন্মদিন সংক্রান্ত পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন, ম্যারিজ সার্টিফিকেট, এভারকেয়ার হাসপাতালের ভর্তির ফরম, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের তথ্য আদালতে দাখিল করা হয়েছে। 

যুথী আরও বলেন, বঙ্গবন্ধুর নারকীয় হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। ওনার তো আগে অন্য জন্মদিন ছিল। সেই জন্য জনগণ জানতে চায় আসল জন্মদিন কোনটি। তাই রিট করা হয়। আমরা চাই আসল জন্মদিন ঠিক করা হোক। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ