হোম > সারা দেশ > ঢাকা

নয়াপল্টনে ‘পুলিশি হামলার’ প্রতিবাদে ডিইউজের একাংশের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলা এবং বিনা কারণে নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল বুধবার পুলিশ কমিশনার যেভাবে কথা বলেছেন তাতে তিনি নিজেকে পুলিশ অফিসার নয় বরং মাস্তান হিসেবে উপস্থাপন করেছেন। দেশে এখন কোনো গণতন্ত্র নেই।’

দিনের ভোট রাতে হওয়া গণতন্ত্র জনগণ আর চায় না জানিয়ে তিনি বলেন, ‘এই গণতন্ত্রের জন্যই কি পাকিস্তানিদের দেশ থেকে বিতাড়িত করেছিল সাধারণ জনগণ? আজকে এই গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে আপনারা তাঁদের বাধা দেবেন না। সরকারের মন্ত্রীরা বলছেন খেলা হবে। তারা কোন খেলার কথা বলছে, গতকাল যে খেলা দিয়েছেন! যদি এই খেলা খেলতে চান তাহলে জনগণ আপনাদেরকে বিদায় করবে।’

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন—প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ প্রমুখ।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব