হোম > সারা দেশ > ঢাকা

নয়াপল্টনে ‘পুলিশি হামলার’ প্রতিবাদে ডিইউজের একাংশের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলা এবং বিনা কারণে নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল বুধবার পুলিশ কমিশনার যেভাবে কথা বলেছেন তাতে তিনি নিজেকে পুলিশ অফিসার নয় বরং মাস্তান হিসেবে উপস্থাপন করেছেন। দেশে এখন কোনো গণতন্ত্র নেই।’

দিনের ভোট রাতে হওয়া গণতন্ত্র জনগণ আর চায় না জানিয়ে তিনি বলেন, ‘এই গণতন্ত্রের জন্যই কি পাকিস্তানিদের দেশ থেকে বিতাড়িত করেছিল সাধারণ জনগণ? আজকে এই গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে আপনারা তাঁদের বাধা দেবেন না। সরকারের মন্ত্রীরা বলছেন খেলা হবে। তারা কোন খেলার কথা বলছে, গতকাল যে খেলা দিয়েছেন! যদি এই খেলা খেলতে চান তাহলে জনগণ আপনাদেরকে বিদায় করবে।’

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন—প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ প্রমুখ।

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত স্মৃতিসৌধের ফটক, আশপাশের সড়কে যান চলাচল শুরু

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল

প্রতিপক্ষ পেছন দিক থেকে আঘাত করার অপচেষ্টা করছে: রিজওয়ানা হাসান

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি