মাদারীপুর: শিবচরের সন্যাসীরচর এলাকার আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় লাশটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহত যুবকের নাম ইসমাইল কাজী (২৫)। সে শিবচরের নিলখী ইউনিয়নের সেকান্দার কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ ব্রীজের টোলপ্লাজা সংলগ্ন খাস চর বন্দোরখোলা এলাকার আড়িয়াল খাঁ নদীর পাড়ে যুবকের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ' এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'